Monday, August 31, 2015
চেয়ার সরিয়ে নিলেই হয়।
বাতাস পড়ে যাবে।
খিলখিল বা হাসবে অখিল।
গড়িয়ে জলপাতা গড়িয়ে।
যাওয়ার কথা যেখানে ছিল।
ভালবাসা?
ল্যাপটপ ঘুরে ঘুরে সেই।
সেই।
ল্যাপটপ?
উঠে বসছে কোমড়ের নিচে।
আজ অনাবশ্যক।
জল কই!
জল?
পিচুটি থেকে আবার স্মৃতি।
নুন লাগে না বড় আর।
সাদা বুলেটিন ফ্যাসফেসে।
ভিতরের দিকে
ভিতরের দিকে টানুন
এই নুন শব্দ পক্ষপাতিত্বের দিকে
আমাকে
আমি, যে সারাক্ষন বুঁদ
রসের অন্তনির্হিত আনন্দে
খোলামেলা এবং বাহিরের দিকে না
কেবল অপেক্ষা ডাক আসবে
আর তাঁর হাতে কিছুটা ভিতর আর
এই সন্দীপন
কোলাহলের দূরে
জলের দূরে
অবমানবের কিছু নিকটেই
চেতাবনি
গর্তগুলো খুব চেনা নয়
মনে হয় গর্তই
বুঝতে পারি একটা কিছু ঘটছে
পতাকা নামিয়ে রাখি
আর ধুলোর মধ্যে ধুলো খুঁজি
অশ্লীলতা না হয়
ক্লিভেজের সাদা যেন বাধা হয়ে না
দাঁড়ায়
ভয়ে ভয়ে একটা অঙ্ক করে যেতেই থাকি
যার শেষে ধারাপাতের শব্দ আর শূন্য
তোমাদের ভয় দেখাতে পারে অন্তত
একবার
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment