সাদা X কালো ঘর নিয়েই
চুপিসারে আড়াই-পা মাত
খাদের একদম ধারে এসে
আগুন্তুক দমকা হাওয়া ...
বয়ে নিয়ে গেছিল হ্রেষাধ্বনি
পাহাড় থেকে পাহাড়।
তবু
কেশরের দাবী পুরুষ সিংহের
একার হ’ল কবে?
দৌড় >> দৌড়
এক পেশে আধিপত্য শেষে
অশ্বমেধ
দৌড় >> দৌড়
চিৎকারে উল্লাসে মেতে
ডার্বি শ্যাম্পেন
লাগাম << উদ্দাম শ্বেদ << স্বাধীন আরণ্যক
সাদা X কালো ঘর নিয়েই
বিনিদ্র পেগাসস রাত।
ধনুকের কথা মনে পড়ে
ছিলাহীন
বাণহীন...
শূন্য তূণীর তার পাঁজর;
শুধু আগলে রেখেছে
এখনও
জন্মসূত্রে পাওয়া হৃৎপিণ্ড -
সচেতন বসন্ত
যাকে হৃদয় বলে চিনেছিল কোনওদিন ।
জ্বলন্ত পালকের ছাই উড়ে
নখের ডগায়
ওইটুকু স্মৃতি সব শেষে;
জলে ভিজে ক্রমে ধুয়ে যায়।
স্রোতের গভীরে রূপ, ভস্ম যৌবন
আহ্বানে বিজন দুপুর,
যেখানে
আধপোড়া কাঠও বিক্রী হয় রোজ।
প্রেতের মত, কীটের মত, জোনাকীর মত
আগুনের ফুলকি মেপে মেপে
খুঁজে পেলে?
খুঁজেছ যেভাবে অবশেষ...
শোক যাকে চেনে নাভিমূল।
ঝুঁকে পড়ে খুঁজতে খুঁজতে
শুধু একটা
বেঁকে যাওয়া পিঠ;
যাকে দেখে ঠিক
ধনুকের কথা মনে পড়ে।
0 comments:
Post a Comment