• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Monday, August 31, 2015

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ

(১১)

নাচঘরে তুমি হারিয়েছিলে নাকছাবি চানঘরে আসমান
নিজস্ব আড়াল থেকে ডেকেছিল বোস বাড়ির বউ
যাচ্ছে তো যাচ্ছেই একটা ঘুরপাক খেয়ে 
কবে যে ফিরবে সে আটচালায়
এই যেমন তুমি আমার কেউ নও কখনও
সস্তা দরে বিকিয়ে যাচ্ছে শিমূলের চারা
বুঝলে একটা হেস্তনেস্ত হওয়া দরকার আজকেই
দম হারিয়ে কুকুরটা এখন কামড়াচ্ছে নিজেরই অন্ডকোষ


(১২)

আমার ছবি দেখে ছবিওয়ালা একটা ছবি এঁকেছিল
কোথায় যে গেল ঘরের তক্তাপোষ বিছানা বালিশ
সোমা নামে ডাকতে সে বলল নাম তার স্বৈরিনী
আজ বড় মন খারাপ নন্দনার ডুগি কেন বাজে না আর
সেই যে গোপন সুখের কথা তুমি বলেছিলে
তিন লাফ চার লাফ আমি ছিলাম দশ লাফের নাগালে
রাশি রাশি ফুল বাগানে বড় রাস্তা জুড়ে মঙ্গলাহাট
জলসাঘরের আলো ক্লান্ত হয় শীতের সন্ধ্যায়


(১৩)

এই তো সেই মেয়ে যার নামে সব পুতুল কেঁদেছিল
পাঁচমাথার মোড়ে ট্র্যাফিক জ্যাম মাঝরাতে
একটা টানা বৃষ্টির দিন হলুদের দিন হলুদ হলুদ
তবে কি আজ রমার পাকা দেখা হলো
কানাই কানাই বাবা কানাই আমার
তোমাকে আড়াল করে আমি না হয় প্রকাশ্য হলাম
উইক এন্ডে বেড়িয়ে এলাম লোনাভালা


(১৪)

আমার হাত না ধরে মোনালিসা বলল এবার কেটে পড়ো
বনমালী লেনে তখন দুরন্ত বাস মদালসা সর্বনাশ
পাত পেতে খাওয়া হয়নি বহুদিন কেন এত পাতার অভাব
একটা ঘুর্ণিঝড় কোমেন নেতাজী পল্লীর পাকাঘরে
রাত অনেক হলো সোনামনা চলো শুতে যাই
পর্দা ওড়ে বইয়ের পাতা ওড়ে
ঝিনুক খুঁজে খুঁজে পাওয়া গেল না একটাও মুক্তোর দানা
ভালো মেয়ের আখ্যান তার আবার ব্যাখ্যান
কোজাগরী পূর্ণিমায় তাহলে দেখা হবে আবার


(১৫)

বৃষ্টি এলো তুমি এলে পাড়া জুড়োলো
কথার মাঝে কথা হলো আড়ি হলো ভাব হলো
আমি ঘোড়ার ডিমের জন্য অপেক্ষায় ছিলাম চৌরাস্তায়
ঘোড়া আমাকে কথা দিয়েছিল সে ডিম পাড়বে সন্ধ্যায়
কমলিনী তুমি কি জানো তোমার বিরহে কাঁদে কত বাবুসোনা
যে চলে যায় সে চলেই যায় পড়ে থাকে পাকাকলা আলুসেদ্ধ পান্তাভাত





My Blogger Tricks

0 comments:

Post a Comment