Monday, August 31, 2015
প্লেট
প্রথম
কাপ প্লেট আঁকার আগে
পেন্সিল
বুলিয়ে যাওয়া রেখা -
রেখা
ক্রমশ স্থূল থেকে স্থূলতর
বোন
চায়নার জেল্লা হারাচ্ছে দেখে
এক
প্রতিবাদে পাতা ছিঁড়ে ফেলা
আবার
নতুন কাপ, নতুন প্লেটে পেন্সিল বোলানো -
নতুন
আঁকতে গিয়ে অসমান পরিধি জুড়ে
ইরেজার,
ইরেজার... ঘষে ঘষে মুছে চল
পাতা
ছিঁড়ে গিয়ে কাগজের বল হও
ছেঁড়া
পাতা দিয়ে এরোপ্লেন ওড়ে নি কখনও
নতুন
খাতা এলে আবার কাপ প্লেট
ইরেজার
আছে, আছে কালো হয়ে যাওয়া পাতা
কিছুটা
নিটোল পরিধি জুড়ে ক্ষয়ে যাওয়া রেখা
খাতা
শেষ হয়ে এলে নতুন কাপ প্লেট
নতুন
আঁকার ক্লাসে নতুনের খোঁজে
শরৎ আঁকার ক্লাসে
মেঘ
আঁকতে গেলে
দুটো
কুঁচকে যাওয়া গোল
নীলাকাশের
মাঝে সাদা খাতার মেঘ
শরৎ
আঁকার ক্লাসে
শিউলির
বোঁটার হলুদ ধেবড়ে গেছে
সাদায়
ছোপ ছোপ নীল, হলুদ
কাশের
জঙ্গলে অপুদুর্গার দে ছুট
রেলগাড়ির
কালো ধোঁয়া হুশহুশ
অপুর
মুকুট কই?
কুকুরের
জোড়লাগা কে এঁকেছে??
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment