Monday, August 31, 2015
ক্লান্তি
চেনা
রোদে কিছু মিথের বিভ্রম
কতটা
যৌনগন্ধা ঘাম যেন নেশা?
তেজস্ক্রিয়তার
এই দিনে
আমার
জলঘড়ি ডুবছে বিষাদে
বাড়তে
বাড়তে হাত
হয়ে
উঠছে ব্রথেলের ইতিহাস
ওদিকে
শোকসভা
ওদিকে
মৃদুহাসি
ফিসফিস-
রামধনু শোক
৮৭৬০
ঘন্টার অপেক্ষা এবার
ল্যান্ডস্কেপে
জমাট ক্লান্তি
তর্জনিতে
সন্ধে
নামছে
আজ
খালাসিটোলায়
গুঞ্জন
এবার গুঞ্জন তোলো নওল বাতাস
মৃদুস্বরে একবার টুং
ভেঙে ফেলা যাক পুরোনো থার্মোমিটার
গুল্মলতার মুখবন্ধে
কখনো লিখে যাব জ্বরতপ্ত নিস্তব্ধতা
নিরুদ্দিষ্টের দিকে কুঁকড়ে থাকার দিনে
আপাতত নাভিপদ্মে এই বুঁদ হয়ে থাকা...
Subscribe to:
Post Comments (Atom)
অবধারিত ভাবেই ঢুকে যাই ধ্বনিসংকেতের উপলবোধে । সেখানে মানব ও সভ্যতার নিয়ন্ত্রক রতির ক্রিয়াশীলতা বেজে ওঠে ।
ReplyDeleteভালো লেগেছিল কবিতা,আগেই জানিয়ে ছিলাম।এখন আর তা নেই।কি জানি কেন।
ReplyDeleteভালো লেগেছিল কবিতা,আগেই জানিয়ে ছিলাম।এখন আর তা নেই।কি জানি কেন।
ReplyDeleteভালো লেগেছিল কবিতা,আগেই জানিয়ে ছিলাম।এখন আর তা নেই।কি জানি কেন।
ReplyDeleteভালো লেগেছিল কবিতা,আগেই জানিয়ে ছিলাম।এখন আর তা নেই।কি জানি কেন।
ReplyDeleteভালো লেগেছিল কবিতা,আগেই জানিয়ে ছিলাম।এখন আর তা নেই।কি জানি কেন।
ReplyDeleteভালো লেগেছিল কবিতা,আগেই জানিয়ে ছিলাম।এখন আর তা নেই।কি জানি কেন।
ReplyDelete