Monday, August 31, 2015
দুটি কবিতা
খাঁড়ি
এও এক শ্রাবণের আবাদ। বিস্মরণের আগে নতুন একটি পীত
চাদর।চিহ্নিত ব্রণদাগ,মুখের সজল কিনারা।সন্তদের চিরাগের মত নেমে আসছে মেঘ।অপসারনের
নির্মিতি, স্তনের ভার। ফুলে উঠছে বিছানার তলদেশ। খননচিহ্ন বিহীন একটি লোকযান পাড়ি
দিচ্ছে ধৈবতের দিকে।
সীমা
এই
সারল্যটিও নদীবাহিত। পলিস্বরূপ দুধ আর শর্করার ব্যবহৃত ভাঙ্গা কাপ।তুমি
উদ্দেশ্যপ্রবণ একটি কলার মানজালের কথা বলছ। উত্তুঙ্গ মিনার।মেঘের কষ ছুঁয়ে যাওয়া
হঠযোগ,পেলব রিচার্জ কুপন। তুমি দাগ ও সম্প্রসারিত একটি গোলার্ধের কথা বলছ। স্বাদু
সসপ্যান আর আচারসর্বস্ব নদীমাতৃকা।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment