Monday, August 31, 2015
পুবদেশ থেকে . ৮৪ . একদিন পশ্চিমে
সূর্য
ও কেন্দুর সমুদ্রে
আপ্রাণ
নীল গেঞ্জি ক্ষতিগ্রস্ত জাহাজের মতো
ভেসে
আছে কিছুক্ষণ...
গতির
ধারণাসমূহ, শূন্য বেগের হিসাব
অপর্যাপ্ত
আলোয় আজ
দোনলা
বন্দুক বলে ভুল হয়
ষাট
ওয়াটের সতেজ চামড়ায় এসে লাগে
থালকোবাদের
ধারালো ঘুঙুর, কোটরা হরিণের ডাক-
মাত্র
এই বিকেলটি থম মেরে থাকে
সন্ধের
জল ওঠে নিঃশব্দে
হলুদ
একতলায়
Subscribe to:
Post Comments (Atom)
.......হলুদ একতলা " ভালো লাগল
ReplyDeleteAnekdin theke ami patichito ei Pub desher sathe.
ReplyDelete