Monday, August 31, 2015
বেজেছে তিনটে তবে
বেজেছে
তিনটে তবে চা পানের বেলা
হয়েছে
যেমতি হয় মরুভূমি মাঝে
জলতৃষ্ণা।
আমি পুন্য নামধেয় এক
ব্যক্তিকে
পাঠিয়েছি তো
যেমতি
সৈন্যকে
পাঠায়
রণস্থলিতে। একটি সবুজ
গ্লাস
হাতে পুন্য গিয়েছে বাহিরে
যেমতি
দুর্গের থেকে বাহিরায় সেনা।
আমি
কিন্তু বিছানায় বসে আছি একা
অক্ষর
সাজাই আমি
চোখের ভিতরে
ঢুকে
যাবে পাঠকের চোখে ঢুকে যাবে
যথা
পঞ্চশর ঢোকে মদনের ধনু
থেকে
মনে কিম্বা তীব্র সূর্যালোক ঢোকে
সূর্য
অভিমুখে কেউ
তাকালে
তেমনি
আমার
অক্ষরগুলি প্রচুর ঢুকেছে।
(ঋণ : কেশব মেট্যা ও মহুল)
Subscribe to:
Post Comments (Atom)
স্বভাব সুলভ ভঙ্গিতেই বিনয় মজুমদার নিজস্বতা বজায় রেখেছেন এই কবিতাটিতেও । খুব ভালো লাগলো ।
ReplyDeleteবিনয় মজুমদারের অপ্রকাশিত কবিতা পড়তে পারা বড় প্রাপ্তি। এই কবিতা বাকের সম্পদ ও বটে।
ReplyDeleteঅসাধারন অনুভুতি ও কল্পনা
ReplyDeleteঅসাধারন অনুভুতি ও কল্পনা
ReplyDelete