• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Monday, August 31, 2015

অনুপম মুখোপাধ্যায়





আপন হতে : ১টি পুনরাধুনিক

মহাকোশ ফুটে আছে। অপর দেশের
এই দেশে বন্যা বান বয়। নদী হয়ে যায়
চুমুতে যে ঠোঁট লাগে। যোনিও তো লাগে
চিন্তার নরমে কিছু দাঁত জেগে ওঠে
এই দাঁত। মহাশয়। লোকপ্রিয় নয়
ভয়ের কিনারা থেকে। স্নান করি আমি
বাথটাব। ফাঁকা। সাদা। মহাজাগতিক
ভুলে যেতে। সখী গোওওওওওও চিবুক লাগে না
এ কেমন চোখে। তুমি। লেখা হলে পালকের প্রভু
শ্রমজীবী মানুষের হাড়ের ভিতরে পলক হারালে
দাঁতে দাঁত চেপে। শীত। কথা বলেছিল
চাপ। দাঁতে চাপ। কু-আশারআলো হয়ে গেল
বোতলে যে লেগে ছিল রক্তের আভাস
গ্লাস দেখে মনে হল ড্রাকুলার ঠোঁট
জোনাকির মতো নয়। অহং। অপেরা
হারানো থালায়। এই। বাসন পেতেছি
চাঁদ দেখে মনে হল। ওপরের আলো
ঢিল মেরে দেখি। কেন। ঢিসুম কী বলে
হাত মেরে দেখি। ক্যানোকনুই কী বলে
জোছনার ঘুসি লাগে বুকের ভিতরে
প্লিজ প্লিজ আর নয় অতটা দিও না
বাগান। ইশারা দ্যায়। ডাকনাম দ্যায়
হাতলের ঝড়জলবেকারিতে রুটি ফুঁসে ওঠে
রবিবার মিশে আছে গাড়ির আলোয়
ড্রাইভার। ড্রাইভারে। ঘসেছে। করেছে
ছুটি পেলে আজ খোলে। স্নান করে আসে
পাথরের রোদবেলা। তারিখের নাম। জাঙফিরৎ ফিরৎ
কাহিনির মতো নয়। বিবরণ সরীসৃপ নয়
কাছের চকিত বারান্দা। প্রিয়েচেয়ার সুদূর
চেহারা যতটা তুমি ঘুরিয়ে এনেছ
কবিতা। সময় থেকে প্রণালী খুলেছে
অগঠিত লেখা ১ লেখাগুলোবরফের চেয়ে
অপেক্ষা করেছে। মেধাআগুন চেয়েছে
এই যে অসাড় এক কবির জীবন
অফিসে ও স্কুলে অফিসে শুধু। ঘসে। ঘসে চলে
ঘুম ঘর থেকে উঠে দ্যাখে সকালের শেষ
ছোপ ফেলে ছাল ওই!!!!! বনে চলে গেল
ছোপ ছাল কে কুড়িয়ে নেবে। হালুম কে পাবে
প্রধানত অনুভূতি। বাকিটা বন্দুক
ঘেমে ওঠে। শক্ত হয়। লতাপাতা খুলে
জোয়ারের আগে যত জল খেয়ে নেয়
কবি তো। পেয়েছে তার হাড়িকাঠ। প্রিয়
মাথা রেখে ভেবে নিল রাজা হয়ে গেছে
রাজা নয়। রাজা নয়। রান্নাবীর হল
স্বাদে ও সুবাসে তার জয়জয় কার
ছায়া মেপে ফেলে দ্যায়। আলোর হাঁড়িতে
আনন্দের খুশিয়াল রব আসে। হ-হ-হ-হরিণ
ফায়ার করেছে গান। গানের দোকান
মাউসের কম চাপ। মন খুলে গেল
বনে বনে গালিবেই ফেটে গেল। মীনে করা গালিবের কাঠ
মিনারেলস্ হয়ে আছে। নিহতট্রিগার
জানালায় কাচ আছে। আরো চাই কাচ চাই
ক্যানো অ্যাতো কাচ হলে। জানালা হবে না



-------------------------------------------------------------------------------------------------------------------



সংগ্রহ করুন অনুপমের নতুন কাব্যগ্রন্থটি। কলকাতার ধ্যানবিন্দুদে বুক স্টোরে পাবেন। একটু বেশি ডিসকাউন্টে পাবেন প্রকাশক 'কবিতীর্থ'-র ঠিকানায় (৬৫সীতারাম ঘোষ স্ট্রীটকলকাতা ৯)। আমাজনে পাবেন। লিংক হল http://www.amazon.in/Prokolpo-O-Sfotik-Anupam-Mukhopadhyay/dp/8193100409/ ব্যক্তিগতভাবে কিনতে হলে অনুপমের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করুন। প্রচ্ছদ প্রদোষ পাল। মূল্য ১০০ টাকা।




My Blogger Tricks

4 comments:

  1. তোমার কবিতার ভাষা আছে, ক্রিয়াপদ আছে, অভিমান আছে, অনুক্ষণ চেয়ে থাকা আছে, ভাবনার বহুস্বর শুনতে পাই । গতানুগতিক পাঠকের বোধ ধাক্কা খাবে । তবু কবিতাকে আরও ভিন্ন মাত্রা দিতে পেরেছ । মানবীয় প্রবৃত্তিবলয়কে কখনো অস্বীকার করে না বলে তা জীবনের কাছেই ফিরে আসে ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। আপনাকে কবিতা পড়াতে ভালো লাগে। কবিতা পড়ে কথা বলার অল্প কয়েকজনের আপনি।

      Delete
  2. যতিচিহ্নের অভাবনীয় ব্যবহার আর কেটেও রেখে দেওয়া শব্দগুচ্ছ নতুন চোখে ফিরে কবিতা কে চেনায়। অন্য দৃষ্টিকোণ। ভালো লাগে ফের জীবনকেই।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। সঙ্গে থাকুন।

      Delete