-------------------------------------------------------------------------------------------------------------------
Monday, August 31, 2015
।
মহাকোশ
ফুটে আছে। অপর দেশের
এই
দেশে বন্যা বান বয়। নদী হয়ে যায়
।
চুমুতে
যে ঠোঁট লাগে। যোনিও তো লাগে
চিন্তার
নরমে কিছু দাঁত জেগে ওঠে
।
এই
দাঁত। মহাশয়। লোকপ্রিয় নয়
ভয়ের
কিনারা থেকে। স্নান করি আমি
।
বাথটাব।
ফাঁকা। সাদা। মহাজাগতিক
ভুলে
যেতে। সখী গোওওওওওও চিবুক লাগে না
।
এ
কেমন চোখে। তুমি। লেখা হলে পালকের প্রভু
শ্রমজীবী
মানুষের হাড়ের ভিতরে পলক হারালে
।
দাঁতে
দাঁত চেপে। শীত। কথা বলেছিল
চাপ।
দাঁতে চাপ। কু-আশার। আলো হয়ে গেল
।
বোতলে
যে লেগে ছিল রক্তের আভাস
গ্লাস।
দেখে মনে হল ড্রাকুলার ঠোঁট
।
জোনাকির
মতো নয়। অহং। অপেরা
হারানো
থালায়। এই। বাসন পেতেছি
।
চাঁদ
দেখে মনে হল। ওপরের আলো
হাত
মেরে দেখি। ক্যানো। কনুই কী বলে
।
জোছনার
ঘুসি লাগে বুকের ভিতরে
প্লিজ
প্লিজ আর নয় অতটা দিও না
।
বাগান।
ইশারা দ্যায়। ডাকনাম দ্যায়
।
রবিবার।
মিশে আছে গাড়ির আলোয়
ড্রাইভার।
ড্রাইভারে। ঘসেছে। করেছে
।
ছুটি
পেলে আজ খোলে। স্নান করে আসে
।
কাহিনির
মতো নয়। বিবরণ সরীসৃপ নয়
।
চেহারা যতটা তুমি।
ঘুরিয়ে এনেছ
কবিতা। সময় থেকে প্রণালী
খুলেছে
।
অগঠিত লেখা ১ লেখাগুলো। বরফের
চেয়ে
অপেক্ষা করেছে। মেধা। আগুন
চেয়েছে
।
এই যে অসাড় এক কবির জীবন
অফিসে ও স্কুলে অফিসে শুধু।
ঘসে। ঘসে চলে
।
ছোপ ফেলে ছাল। ওই!!!!!
বনে চলে গেল
।
প্রধানত অনুভূতি। বাকিটা
বন্দুক
।
ঘেমে ওঠে। শক্ত হয়। লতাপাতা
খুলে
জোয়ারের আগে যত জল খেয়ে নেয়
।
কবি তো। পেয়েছে তার হাড়িকাঠ।
প্রিয়
মাথা রেখে ভেবে নিল রাজা হয়ে
গেছে
।
রাজা নয়। রাজা নয়। রান্নাবীর
হল
স্বাদে ও সুবাসে তার। জয়। জয়
কার
।
ছায়া মেপে ফেলে দ্যায়। আলোর
হাঁড়িতে
।
ফায়ার করেছে গান। গানের দোকান
মাউসের কম চাপ। মন খুলে গেল
।
মিনারেলস্ হয়ে আছে। নিহত। ট্রিগার
।
জানালায় কাচ আছে। আরো চাই।
কাচ চাই
ক্যানো অ্যাতো কাচ হলে। জানালা
হবে না
।
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
সংগ্রহ করুন অনুপমের নতুন কাব্যগ্রন্থটি। কলকাতার ধ্যানবিন্দু, দে বুক স্টোরে পাবেন। একটু বেশি ডিসকাউন্টে পাবেন প্রকাশক 'কবিতীর্থ'-র ঠিকানায় (৬৫, সীতারাম ঘোষ স্ট্রীট, কলকাতা ৯)। আমাজনে পাবেন। লিংক হল http://www.amazon.in/Prokolpo-O-Sfotik-Anupam-Mukhopadhyay/dp/8193100409/ ব্যক্তিগতভাবে কিনতে হলে অনুপমের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করুন। প্রচ্ছদ প্রদোষ পাল। মূল্য ১০০ টাকা।
Subscribe to:
Post Comments (Atom)
তোমার কবিতার ভাষা আছে, ক্রিয়াপদ আছে, অভিমান আছে, অনুক্ষণ চেয়ে থাকা আছে, ভাবনার বহুস্বর শুনতে পাই । গতানুগতিক পাঠকের বোধ ধাক্কা খাবে । তবু কবিতাকে আরও ভিন্ন মাত্রা দিতে পেরেছ । মানবীয় প্রবৃত্তিবলয়কে কখনো অস্বীকার করে না বলে তা জীবনের কাছেই ফিরে আসে ।
ReplyDeleteধন্যবাদ। আপনাকে কবিতা পড়াতে ভালো লাগে। কবিতা পড়ে কথা বলার অল্প কয়েকজনের আপনি।
Deleteযতিচিহ্নের অভাবনীয় ব্যবহার আর কেটেও রেখে দেওয়া শব্দগুচ্ছ নতুন চোখে ফিরে কবিতা কে চেনায়। অন্য দৃষ্টিকোণ। ভালো লাগে ফের জীবনকেই।
ReplyDeleteধন্যবাদ। সঙ্গে থাকুন।
Delete