Monday, August 31, 2015
ম্যাজিক
ফিরে
আসো ময়ূরের পাশে
ময়ূর
মানে মেঘলা রঙের পা
ঘন,
নীল, পেখমের একটানা রেওয়াজ
স্নায়ু
জয়ী হলে
সারারাত
জমিয়ে রাখি ফোঁটা
সারারাত
ফুরিয়ে আসা কায়দা
ডিঙিয়ে
জ্বর
হবে, ভাঙা ভাঙা আহ্লাদ আর নির্ঘুম
অকারণ
পাতা নড়া অল্প অল্প গাছ
চাঁদ
না ডাকলে শেষ অবধি ম্যাজিক হয়ে যাবে...
বয়স সংক্রান্ত
চুপচাপ
কোনো অসুখের ক্রিয়াপদ নয়
সে
আসলে ‘নিরাময়’ বন্ধ থাকা রবিবার।
আছি
শব্দটার প্রতি মনোযোগী নয়,
আসলে
সে সম্পর্কের হালকা প্রকৃতি।
তাই
সে রান্নাঘরের ভেতর শান্ত আরশোলা
চাহিদা
নেই, ভান নেই,
সহাবস্থানের
পাশে...
অনেক
বেলা হলে
কথারা
লোডশেডিং হয়ে যায়
টুকরো
টুকরো সাবধান থাকে
নেক্সিটোর
অনুরোধে চিন্তারা ভাসে
রিজেকশন
ভেতরে জায়গা পায়না
এই
গৌড়ের প্রার্থনা বাতাসে ফুললে
অসুখ
ফুরিয়ে আসে
না
পাওয়াগুলো থাকা হয়ে
হাঁকডাকের
মধ্যে মিশে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
দুটি লেখাই টেনে রাখল ... ভেবে যেতে চাই লেখাগুলি ...
ReplyDelete