Monday, August 31, 2015
কৃষক
ধান শুকোচ্ছি
ধান শুকোলে
তবে চাল
চালে চালে
ভাত
বিবেকের বৃক্ষতলে
বসেছি কৃষক
আবেগের পাখি নামছে
ঝাঁক ঝাঁক
বিতর্কের রোদ এসে
শুকিয়ে দিক ধান ।
নিঃস্ব সংসারে
বিষন্ন গাই
দুধ দেয় না
শুধু চিৎকার করে তার অস্পষ্ট বাছুর
সন্ধ্যা নামলেই ভয়
অনুগতা বউটিও কচ্ছপ হয়ে যায়
কে কার আলো ?
কোথাও আলো নেই
বর্ষা এসে দুয়ারে
দাঁড়ায়
আয়নার সম্মুখে
বিশ্বাসের ভাঙা আয়নায়
উদাসীন মুখ দ্যাখে
চোখের তারায় জ্বলে রাত
বিপন্ন অসুখগুলি কিলবিল জলে
পরস্পর আর্তধ্বনি তোলে
পাঠশালা খুলে যায় এখানে
চেতনার মাঠ জুড়ে অবিরাম ঝড়
ভাঙা প্রহরের পাখি ওড়ে
একটা যুগ আর একটা যুগের ঘাড়ে চেপে যায়
কোথাও কোথাও দার্শনিক জ্বর
তুলাদণ্ডে ওজন হয় মানবিক মাংস
আর বিভ্রান্ত স্বজন আলো জ্বেলে দ্যাখে অসুন্দর
পোড়া সংসারে জাতীয় পতাকা ওড়ে
বিদ্বেষে মুখ লুকায় দেশ.....
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগার তন্তুগুলোকে নাড়া দিয়ে যায় সহজ উচ্চারণ। কৃত্রিমতা নেই, হয়ে ওঠার প্রচেষ্টা নেই।
ReplyDeleteভালো লাগার তন্তুগুলোকে নাড়া দিয়ে যায় সহজ উচ্চারণ। কৃত্রিমতা নেই, হয়ে ওঠার প্রচেষ্টা নেই।
ReplyDelete