Monday, August 31, 2015
যা নিয়ে কৌতুক
আমার
সর্বস্ব ছুঁড়ে ফেলে দিই খোলা মাঠে
ওদের
টিনের চালে, পশুর হৃদয়ে।
সেখানে
জন্মায় রোদ, জ্যোৎস্না, অশ্রুর কল্পনা,
তারা
সান্দ্র গান করে, ভয় দেখায়,
অপূর্বতা
আনে।
মায়ের
স্মৃতির রুক্ষ নিদারুণ শোক,
মৌচাকের
ভরা মধু তাঁর স্নেহ কাঁপে।
আমাকে
ডেকো না, বলে কাঠঠোকরা পাখি।
প্রজাপতি
উড়ে যায় ফুল ফেলে দূর থেকে দূরে।
আমার
থাকে না কিছু,
তিলে
তিলে সব চলে যায়।
শুধু
সন্ধ্যা-অরুণের অস্তরাঙা সজীব বেদনা
বয়ে
আসে লোকালয়ে, দেশকালে,
ব্যর্থ
কবিতায়,
যা
নিয়ে কৌতুকভরে খেলা করো তুমি।
Subscribe to:
Post Comments (Atom)
সময়ের নিরন্তর ভাঙনেও এক কৌতুকের খেলা দেখতে পান কবি যা বড়ো মর্মবিদারক ।
ReplyDeleteঅনুভুতি এত নিবিড়। এত নিরাশা কেন। স্বপ্নময় জীবন বড় বেশি ব্যক্তিগত।
ReplyDelete