Monday, August 31, 2015
এক প্রকার চুক্তি
তোমার আমার
হৃদয়ে বল
কি নিরন্তর শঙ্খ্যালাপ।
বটচেরা
গাছে
এক দুপুর শিকড়-বাকড়ে
বাতিস্তম্ভ
হয়ে দাড়িয়ে থাকা নিরন্তর।
ভাসমান
ক্রিয়ার থেকে পাখি হয়ে বসে যাবে মেঘের দল- এমনই
দুচারটে পাখির
গল্প বা মেঘের গল্প শুনিয়ে যাবে তোমরা
পাতা ফোলা
ফ্যাতারুর
পরজন্মে মেঘের
স্বপ্নে জিয়নকাঠি।
আসমান আকাশ
থেকে সম্পূর্ণ হৃদয় নামে না
কোলাজে
স্বপ্নবন্দি এ-জন্ম ।
সহবস্থান
খুব বুনো ঝড়
উঠেছে
কার্পাস তুলোর
মতো...
পাহাড়ের নীচে
নিংড়ে তোলা আক্ষেপ
হয়তো বিষুব
রেখার কাছে
জেগে আছে।
জেগে আছে একলা
নয়নতারাও; হয়তো দু-চোখে
খুব ক্লান্ত
দৃষ্টি তার
আসমুদ্র
হিমাচল।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment